0 awesome comments!
রোমান্টিক হওয়ার অপরাধে স্বামীকে তালাক
অতিরিক্ত রোমান্টিক হওয়ার ফল এমনও হয়! অতিরিক্ত রোমান্টিকতার ফলস্বরূপ স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন স্ত্রী! যেখানে সব মেয়েরাই চান, তাঁদের স্বামীরা যেন রোমান্টিক হন। সেখানে স্বামী রোমান্টিক হওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেন স্ত্রী। এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে সৌদিআরবে।
জানা গিয়েছে, অনেকদিন ধরেই স্বামীকে অতিরিক্ত রোমান্টিক হওয়ার জন্য সাবধান করছিলেন ওই মহিলা। বাড়ন করেছিলেন যেন সন্তানদের সামনে কোনও দৃষ্টিকটু কাজ না করেন। কিন্তু স্ত্রী-র বাড়ন করা এই কথা রাখতে পারেননি স্বামী। ফের সন্তানদের সামনে স্ত্রীকে চুম্বন করেন স্বামী। বাড়ন করা সত্ত্বেও স্বামীর এই আচরন মেনে নিতে পারেননি স্ত্রী। ফলস্বরূপ ডিভোর্স ফাইল করলেন স্বামীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, অনেকদিন ধরেই স্বামীকে অতিরিক্ত রোমান্টিক হওয়ার জন্য সাবধান করছিলেন ওই মহিলা। বাড়ন করেছিলেন যেন সন্তানদের সামনে কোনও দৃষ্টিকটু কাজ না করেন। কিন্তু স্ত্রী-র বাড়ন করা এই কথা রাখতে পারেননি স্বামী। ফের সন্তানদের সামনে স্ত্রীকে চুম্বন করেন স্বামী। বাড়ন করা সত্ত্বেও স্বামীর এই আচরন মেনে নিতে পারেননি স্ত্রী। ফলস্বরূপ ডিভোর্স ফাইল করলেন স্বামীর বিরুদ্ধে।
Published in
Khobor Tobor