ফুল নয়, অর্থের তোড়ায় বিয়ের প্রস্তাব

Rate this item
(3 votes)

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের জেংজু এলাকার বাসিন্দা মা জানকাও। গত তিন বছর ধরে প্রেম করছেন। কিন্তু বান্ধবীকে কীভাবে বিয়ের প্রস্তাব দিবেন তা ভেবে পাচ্ছিলেন না।

অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত অবশ্য একটি অাইডিয়া তার মাথায় আছে। আইডিয়াটি একদমই অভিনব। তা হলো ফুলের তোড়া নয়, বরং বান্ধবীকে অর্থের তোড়া দিয়ে বিয়ের প্রস্তাব দেন মা। অাইডিয়াটি গণমাধ্যমের বেশ মনোযোগ কেড়েছে বটে! ঘটনাটি ঘটে গত ২১ ফেব্রুয়ারি। নিশ্চয় জানতে ইচ্ছে করছে মার বান্ধবী প্রস্তাবে সায় দিলো কিনা।

অবশ্যই, অর্থের দাপট বলে কথা! মার কথাতেও সেটা স্পষ্ট। বিয়ের প্রস্তাব দেয়ার সময় মা বান্ধবীকে বলেন, 'এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো তোমাকে সুন্দর থাকতে হবে। অার আমি-ই হবো সংসারের উপার্জনকারী।' শুভ কামনা মা জানকাও! 

0 awesome comments!
Scroll to Top