প্রেমিকার সাথে ঝগড়া করে নিজের গোপনাঙ্গ কাটল প্রেমিক!

Rate this item
(3 votes)

মোবাইল ফোনে প্রেমিকার সাথে তুমুল ঝগড়া হয়েছে। পরে প্রেমিকার সঙ্গে রাগ করে নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেললেন। তার এ অদ্ভুত কাণ্ডকারখানা দেখে তাঁর কাছে ছুটে যান রাস্তায় কর্তব্যরত এক পুলিশকর্মী। বাধা দিতে ছুটে যান আশপাশের পথচারীরাও। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ঘটনা দক্ষিণ টার্কির মার্সিন শহরের।

পেশায় রুটি বিক্রেতা ওই যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় মার্সিন ইউনিভার্সিটি মেডিক্যাল ফ্যাকাল্টি হসপিটালে। অনেক চেষ্টার পরেও চিকিৎসকরা তাঁর গোপনাঙ্গটি জোড়া লাগাতে পারে নাই।

তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, পুরুষাঙ্গটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই যুবকের পুরুষাঙ্গের ক্ষত সারবে কি না তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি চিকিৎসকরা।

0 awesome comments!
Scroll to Top