এক কামড় কেকের জন্য যৌনসুখ ত্যাগ করতে রাজি

Rate this item
(1 Vote)

এক কামড় কেকের জন্য যৌনসুখ ত্যাগ করতে রাজি! শিরোনাম দেখে পাঠকদের চোখ ছানাবড়া হওয়াই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তাই বেরিয়ে এলো গবেষণায়। ব্রিটেনে প্রতি ছয়জন নারীর মধ্যে একজন জানিয়েছেন, সেক্স করার চেয়ে পছন্দের কেকে একটি কামড় দিতেই বেশি আগ্রহী তারা।

ব্রিটিশ গবেষক ক্লেয়ার হ্যারিসন চার্চ ব্যতিক্রমধর্মী এই গবেষণা পরিচালনা করেন। তিনি জানান, 'নারীদের কাছে কেক এতটা বেশি প্রিয় যে এ জন্য তারা সব ছেড়ে দিতে রাজি।'

এ গবেষণায় বলা হয়, প্রতি আটজন কর্মী তাদের নারী বসকে কেক দিয়ে খুশি করতে চান এবং ১১ শতাংশ পুরুষ পছন্দের মেয়েটিকে পটাতে কেক ব্যবহার করেন।

0 awesome comments!
Scroll to Top