খোলা স্থানে মলত্যাগ করলেই ছবি তুলে দেয়ালে
মাবিজের বাড়িতে কয়েক মাস ধরেই একটি শৌচাগার আছে। কিন্তু তার সেখানে যেতে ভাল লাগে না। মাঠ-ঘাট বা খোলা প্রান্তরই তার বরাবরের পছন্দ।
কিন্তু একদিন তিনি আবিষ্কার করলেন মলত্যাগের সময় তোলা তার একটি ছবি গ্রামের একটি দেয়ালে শোভা পাচ্ছে, যেটিকে বলা হচ্ছে 'লজ্জা দেয়াল'।
'আমি খুবই লজ্জা পেয়েছি। সবাই আমার ছবি দেখেছে। যেখানেই যাই সেখানেই লোকজন আমাকে ঘুরে ঘুরে দেখছে', বলছিলেন এই ভারতীয় নারী।
ফলে এখন তিনি আর খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যান না। বাড়ির শৌচাগারটিই ব্যবহার করতে শুরু করেছেন। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গে, নদীয়া জেলার।
দেশটিতে শৌচাগার থাকা স্বত্বেও ৫০ কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। কিন্তু এটা ঠেকাতে নদীয়া জেলার কর্তৃপক্ষ অভিনব এই উদ্যোগটি নিয়েছে।
তারা জেলার বিভিন্ন স্থানে ‘লজ্জা দেয়াল’ স্থাপন করেছে, যেখানে খোলা জায়গায় মলত্যাগ করা নারী-পুরুষদের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে।
এই কর্মসূচী পালনের কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে, জেলার কোনো অধিবাসীই এখন আর খোলা জায়গায় মলত্যাগ করছে না।
ভারতের প্রথম জেলা হিসেবে এই নদীয়াই এখন নিজেদের শতভাগ স্যানিটেশনের আওতায় থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।