আদালতে বিচারককে দেখে কেঁদে ফেললেন আসামি

Rate this item
(2 votes)

যুক্তরাষ্ট্রের একটি আদালতে বিচারকের আসনে বন্ধুকে দেখে কেঁদে ফেললেন এক সিঁদেল চোর। স্কুলের কোন পুনর্মিলনী অনুষ্ঠানে নয়, দুই বন্ধুর আকস্মিক দেখা মিলল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির একটি আদালতে। একজন বিচারকের আসনে আর একজন কাঠগড়ায়। কাঠগড়ায় দাঁড়ানো বন্ধুর বিরুদ্ধে সিঁধেল চুরিসহ নানান ধরনের অভিযোগ আনা হয়েছে।

কাঠগড়ায় দাঁড়ানো আর্থার বুথকে চিনতে পেরে বিচারক তাকে স্কুলের নাম জিজ্ঞেস করেন। আর এতেই দুজনেই পরিস্কার হয়ে যান তারা পরস্পরের পুরনো বন্ধু।অনেকদিন বাদে দেখা হওয়ায় দুজনেই আবেগ আপ্লুত ছিলেন।

বিচারক মিস গ্লেজার জানান যে বন্ধুকে কাঠগড়ায় দাঁড়াতে দেখে তিনি নিজে বেশ কষ্ট পেয়েছেন। তিনি আর্থারের খোঁজ পাওয়ার ব্যর্থ চেষ্টার কথাও জানান আদালত কক্ষে। আর এতেই আবেগের বাধ ভেঙে কাঁদতে শুরু করেন বিচারের মুৃথোমুখি দাঁড়ানো বন্ধু।

'আমি তার সঙ্গে ফুটবল খেলতাম। স্কুলে সে ছিল সবচেয়ে ভালো ছেলে। আমি এই দৃশ্য দেখে মনে কষ্ট পেয়েছি। আমি স্মরণ করতে পারি, সে কতটা স্মার্ট ছিল। ভালো ছাত্র ছাড়াও সে একাধিক ভাষায় কথা বলতে পারতো' জানান বিচারক মিস গ্লেজার।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top