শজারু খেয়ে মারা গেল অজগর (ভিডিওসহ)

Rate this item
(7 votes)

প্রচন্ড খিদের মুখে ওর কাছে এসে পড়েছিল একটা বড় শজারু। দেরি না করে সেই সজারকে গিলে ফেলে আফ্রিকার রক অজগর। চার মিটার লম্বা সেই অজগর শজারুকে গিলে ফেলার পর ছটফট করতে থাকে। ১৬ কেজির শজারুকে গিলে তখন খারাপ অবস্থা অজগরের। দক্ষিণ আফ্রিকার লেক ইল্যান্ড গেম রিজার্ভে এরপর সেই অজগরের সঙ্গে যা ঘটল তা সত্যিই মর্মান্তিক।

কিছুক্ষণ ছটফট করার পর অজগরটি নেতিয়ে পড়ল। বনকর্মীরা যতক্ষণে ঘটনাস্থলে এলেন ততক্ষণে মারা গিয়েছে অজগরটি। ডাক্তররা ময়নাতদন্ত করে দেখতে পায় শজারুর কাঁটায় অজগরটির নাড়িভুঁড়ি সব ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। বেশ কয়েক দিন ধরেই এই জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়া পর্যটকদের শজারু থেকে সাবধান করে দেওয়া হয়েছিল।


ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top