চীনের বাজারে ৪০ বছরের পুরনো মাংস

Rate this item
(3 votes)

চীনে চলছে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান। আর তাতে এবার যা জানা গেল রীতিমত অবাকই হতে হয়। এই অভিযানে পুলিশ ৪০ বছরের পুরনো মাংস বের করেছে।

অভিযানে হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস উদ্ধার হয়েছে। যা প্রায় ৪০ বছরের পুরনো। আর সেইসব মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার ও শপিং মলে। এমনকি এই ধরনের মাংস হংকং, ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল বলে জানা গেছে। চীনের হুনান প্রদেশের খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় ৩ লক্ষ কোটি ইয়ান (৪ কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের বেআইনি খাবার ও অযোগ্য মাংস উদ্ধার করে। সেইসব মাংসের কটূ গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। ভিয়েতনামের সীমান্ত অঞ্চল থেকেই মূলত এই ধরনের মাংস উদ্ধার করা হয়।

0 awesome comments!
Scroll to Top