মাতাল নারীর কাণ্ড (ভিডিওসহ)
ভারতের মুম্বাই শহরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের পর এক নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ শ্রীভানি বালি নামে সে নারীর গাড়ি থামালেও তিনি গাড়ির দরজা বন্ধ করে বসে থাকেন । ওই নারীকে পুলিশ দরজা খুলতে বললে তিনি অস্বীকৃতি জানান। গাড়ির দরজা বন্ধ করে প্রায় দুই ঘন্টা বসে থাকেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৪২ বছর বয়সী সে নারী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মটরয়েডস।
পরবর্তীতে তার গাড়ির পেছনের জানালা ভেঙে লক খুলে তাকে বের করেন পুলিশ। গ্রেফতার করার পর আদালতে নেয়া হলে তিনি সেখান থেকে জামিনে বের হওয়ার পর মিডিয়াকর্মীদের তাড়া করেন।
গাড়িতে বসে থাকা অবস্থায় তিনি কয়েকবার ধূমপান করেন। এ ছাড়া মোবাইল ফোনে ছবি তুলে এবং নানাভাবে উপস্থিত পুলিশ ও মিডিয়াকর্মীদের তিনি হুমকি দেন। পরবর্তীতে তিনি একজন ক্যামেরাম্যানকে তাড়া করে তার যন্ত্রপাতির ক্ষতিও করেন। পরীক্ষায় সে নারীর দেহে গাড়ি চালানোর জন্য নিরাপদ মাত্রার চেয়ে দ্বিগুণ অ্যালকোহল পাওয়া যায়।
ভিডিও দেখতে ক্লিক করুন