ট্রেনে পা ছড়িয়ে বসে গ্রেফতার!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পা ছড়িয়ে বসায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি নিউইয়র্কে বসবাসকারীদের আচার আচরণ কেমন হওয়া উচিত সে বিষয় নিয়ে একটি সংশোধিত নথি প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ। ২৪ পৃষ্ঠার ওই নথিতে লোকজনের ১৭টি আচরণ নিষিদ্ধ করেছে পুলিশ। আর সেখানেই এ বিষয়টি থাকায় তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি অ্যারিংমেন্টের ব্রুকলিন ক্রিমিনাল কোর্টে ভ্রমণের সময় আমাদের স্বেচ্ছাসেবীরা জানতে পেরেছেন যে পাতাল রেলে অতিরিক্ত জায়গা দখলের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাদের অতিরিক্ত জায়গা দখলের জন্য অন্যদের সমস্যা হচ্ছিলো এবং এজন্যই তাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় কোর্ট তাদেরকে বলে ভ্রমণের সময় যাত্রীদের একধিক সিট দখল করা উচিত নয়।
একইসঙ্গে আদালত অভিযুক্তদের হুশিয়ারি দিয়ে বলেন যদি তারা পুনরায় এ কাজ করে অথবা তারা যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার হয় তবে তাদের বিরুদ্ধে ‘ম্যানস্প্রেডিং’ এর অভিযোগ গঠন করা হবে। আসলে পাবলিক বাস কিংবা ট্রেনে ভ্রমণের সময় অন্যের জায়গা দখল করে বসাকে বলা হয় ‘ম্যানস্প্রেডিং’।