মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল

Rate this item
(2 votes)

সৌদি আরবে বিশ্বের বৃহত্তম হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। হোটেলটি নির্মাণে ব্যয় হচ্ছে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির ধর্মীয় শহর মক্কায় এ ব্যয়বহুল হোটেলটি নির্মাণ করা হচ্ছে।

'আবরাজ কুদায়' নামে হোটেলটির ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেকচারাল ফার্ম দার আল-হান্দাশাহ্। আগামী ২ বছরের মধ্যে  হোটেলটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। হোটেলটি পবিত্র মসজিদ-আল-হারাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। দেশ বিদেশে থেকে আসা হজযাত্রীরা এখানে অবস্থান করতে পারবেন।

হোটেলটিতে থাকছে ১২টি টাওয়ার, প্রতিটি স্কেলিংয়ে ৪৪ তলা, ১০ হাজারের বেশি রুম, ৭০টি রেস্টুরেন্ট, ১টি পূর্ণ সাইজের সম্মেলন কেন্দ্র, হেলিকপ্টারে ওঠানামার জায়গা, ১টি শপিং মল ও ১টি গাড়ি পার্কিং লন। ২০১৭ সালে হোটেলটি বাণিজ্যিকভাবে চালু হবে।

ডিাজাইনকারী প্রতিষ্ঠান দার আল-হান্দাশাহ জানায়, অসমান্তরাল আকৃতি, একক অবস্থান, উন্মুক্ততা ও স্থাপত্য শৈলির দিকে দিয়ে এটি আধুনিতকার পরিচয় বহন করবে। এছাড়া এটি সৌদি এবং ইসলামিক ঐতিহ্যও ধারণ করবে।

কক্ষের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ৫টি হোটেল হচ্ছে এমজিএম গ্র্যান্ড হোটেল, লাস ভেগাস, রুম সংখ্যা ৬ হাজার ১৯৮টি;  ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, মালয়েশিয়া, ৬ হাজার ১১৮টি রুম; লুক্সোর হোটেল, লাস ভেগাস, রুম সংখ্যা ৪ হাজার ৪০০টি; মান্দালে বে রিসোর্ট, লাস ভেগাস, রুম ৪ হাজার ৩৩২টি এবং দ্য ভেনেতিয়ান, লাস ভেগাস, এর রুম ৪ হাজার ৪৯টি।

0 awesome comments!
Scroll to Top