মেট্রো রেলে পর্ন সিনেমার শুটিং

Rate this item
(4 votes)

সুইডেনের রাজধানী স্টকহোমে মেট্রো রেলে পরিষেবা বন্ধ হওয়ার পর গভীররাতে মানুষের অজান্তে নিয়মিত পর্ন সিনেমার শ্যুটিং করা হতো। আর এমন তথ্যের সত্যতা পেয়ে সম্প্রতি ওই রেল স্টেশনের শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, স্টকহোমের ওই মেট্রো রেলে রাতের কার্যক্রম শেষ হওয়ার পর নিয়মিত শুটিং হতো পর্ন সিনেমার। আর এ খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চারদিকে তোলপাড় শুরু হয়। তখন মিডিয়ার খবরের সত্যতা যাচাইয়ে তদন্তে নামে সুইডিশ পুলিশ। তদন্তে দেখা যায় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর রাতে পর্ন সিনেমার শ্যুটিং হয় বেশ কিছুক্ষণ ধরে। পরে এ ঘটনার জন্য দায়ী করে স্টকহোম মেট্রোর শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়।

0 awesome comments!
Scroll to Top