0 awesome comments!
স্বামীর রোজগারের হিসাব দিতে হবে স্ত্রীকে
রোজগারের হিসাব শুধু আয়কর দপ্তরকেই নয়, দিতে হবে স্ত্রীকেও। এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৬ জানুয়ারি) এমন নির্দেশনাই জারি করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন।
তথ্য জানার অধিকার আইনের আওতায় এ নিয়ম বলবৎ করা হবে বলে জানিয়েছে কমিশন।
কোন ব্যক্তির আয় তার 'ব্যক্তিগত তথ্য' এমন বিষয়কে খারিজ করে কমিশন স্ত্রীকে তা জানার অধিকার দিয়েছে।
পারিবারিক হিংসা রোধ করতেই এ আইন করা হয়েছে বলে ঘোষণা দেন তথ্য কমিশনার এম শ্রীধর আচারয়ুলু।
তিনি মনে করেন, সন্তান ও প্রতিটি দম্পতির সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থেই স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পদের পরিমাণ এবং আয়ের উৎস একে অপরের জানা উচিৎ।
Published in
Khobor Tobor