ক্রীতদাস ছিলেন মোনালিসা!
ইতালি বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির সেই অমর সৃষ্টি মনোলিসাকে ঘিরে বছরের পর বছর ধরে চলছে গবেষণা। কারও মতে তিনি ছিলেন ইতালির এক বেশ্যা। কয়েক দিন আগে উইলিয়ম ভার্ভেল নামে এক মার্কিন বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর দাবি করেন, তিনি আসলে ছিলেন ইতালির এক নারীবাদী নেত্রী। এবারের দাবিটা অবশ্য রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বে। সম্প্রতি, এক বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী অ্যাঞ্জেলো পারাতিকোর বক্তব্য, মোনালিসা আসলে ছিলেন চীনা ক্রীতদাসী। শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে তার বিতর্কিত দাবি, লিওনার্দো দ্য ভিঞ্চির মা ছিলেন মোনালিসা।
ইতালীয় বংশোদ্ভূত বিজ্ঞানী অ্যাঞ্জেলো পারাতিকো দীর্ঘ দিন ধরেই হংকংয়ের বাসিন্দা। গবেষণার বিষয়, মধ্যযুগের শিল্পকর্ম। সম্প্রতি তিনি লিওনার্দো দ্য ভিঞ্চির উপর একটি বই প্রকাশ করেছেন। বইটির নাম, 'লিওনার্দো দ্য ভিঞ্চি: আ চাইনিজ স্কলার লস্ট ইন রেনেসাঁ ইতালি'। সেই বইতেই মোনালিসা চীনা ক্রীতদাসী ছিলেন বলে দাবি করেছেন অ্যাঞ্জেলো।
চীনের প্রথম সারির এক দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে পারাতিকা দাবি করেছেন, মোনালিসার নেপথ্যে চীনের যোগ রয়েছে। মোনালিসাকে দেখতেও চীনাদের মতোই। মোনালিসাকে নিয়ে দীর্ঘ দিনের বিতর্ককে আরও উস্কে দিয়েছে অ্যাঞ্জেলোর পরবর্তী মন্তব্যটি। তার কথায়,'প্রচুর প্রমাণ্য নথি ঘেঁটে আমি এবিষয়ে নিশ্চিত হয়েছি, লিওনার্দোর মা ছিলেন চীনা। বাবা ছিলেন ইতালীয়। মাকে দেখেই লিওনার্দো মোনালিসা এঁকেছিলেন। আর মোনালিসার হাসি এত রহস্যময়ী হওয়ার কারণ হল, এই হাসিটা টিপিক্যালি চীনা হাসি।'