0 awesome comments!
বিয়ের পোশাক কিনতে রাস্তায় প্রকাশ্যে নগ্ন হলেন নারীরা!
রাস্তা দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখছেন কার্যত নগ্ন হয়ে কিছু নারী আপনার কাছে কিছু চাইছে। শুনে অবাক হলেও এমনটাই হয়েছে রাশিয়ার পশ্চিম কাজানে। তবে না এসব নারীদের কেউই দেহব্যবসায়ী বা ছিনতাইকারী নন।
এদের শপিংয়ের সামর্থ্য নেই, এদিকে সামনে বিয়ে আর তাই এ কাণ্ড ঘটাচ্ছেন। গাড়ি থামিয়ে তারা সাহায্য চাইছেন ১০০ রুবেল (রাশিয়ান টাকা)। কারণ হিসেবে বলছেন, তাদের বিয়েতে পরনের কাপড় পরার জন্য অর্থ দরকার। জানা যায়, দুই ঘণ্টার এই অভিযানে ২৫ হাজার রুবেল তুলতে পেরছেন নারীরা।
গত মঙ্গলবার রাতে দুই ঘণ্টার জন্য কাজানের রাস্তায় এমন অবাক কাণ্ডই ঘটেছিল। যারা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন তারা তো তাজ্জব বনে গিয়েছিলেন। কেউ কেউ ভূত দেখেছেন বলেও জানালেন। অনেকে আবার ভেবেছেন কোন নগ্ন প্রতিবাদ কর্মসূচি। পরে জানা যায় এটা আসলে একটা ওয়ার্কশপের অংশ। যেখানে নারীদের সেখানো হচ্ছে বিয়ের জন্য ঠিক কীভাবে প্রস্তুত হতে হয়।
এদের শপিংয়ের সামর্থ্য নেই, এদিকে সামনে বিয়ে আর তাই এ কাণ্ড ঘটাচ্ছেন। গাড়ি থামিয়ে তারা সাহায্য চাইছেন ১০০ রুবেল (রাশিয়ান টাকা)। কারণ হিসেবে বলছেন, তাদের বিয়েতে পরনের কাপড় পরার জন্য অর্থ দরকার। জানা যায়, দুই ঘণ্টার এই অভিযানে ২৫ হাজার রুবেল তুলতে পেরছেন নারীরা।
গত মঙ্গলবার রাতে দুই ঘণ্টার জন্য কাজানের রাস্তায় এমন অবাক কাণ্ডই ঘটেছিল। যারা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন তারা তো তাজ্জব বনে গিয়েছিলেন। কেউ কেউ ভূত দেখেছেন বলেও জানালেন। অনেকে আবার ভেবেছেন কোন নগ্ন প্রতিবাদ কর্মসূচি। পরে জানা যায় এটা আসলে একটা ওয়ার্কশপের অংশ। যেখানে নারীদের সেখানো হচ্ছে বিয়ের জন্য ঠিক কীভাবে প্রস্তুত হতে হয়।
Published in
Khobor Tobor

যৌনবাহিত কোনো ধরনের ইনফেকশন [এসটিআই]'র সংস্পর্শে এলে রং বদলে যেতে…
প্লেন তখন আকাশে উড়ছে। আচমকা জ্ঞান হারালেন পাইলট। ছোট জেট…
জননী সুরক্ষা যোজনার মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সদ্য মা…
আমরা সকলেই কমবেশি মনে করি যে ভালোবাসার মানুষকে নিজের সমস্ত…
আজকাল ডিভোর্স খুব সহজ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবুও… 