0 awesome comments!
বিমানবালার সঙ্গে সেলফি তুলে গ্রেফতার!
ভারতের গুজরাট রাজ্যের এক বাসিন্দা জোর করে বিমানবালার সঙ্গে সেলফি তুলে গ্রেফতার হয়েছেন। জানা গেছে, মোহাম্মদ আবুবকর নামের এক ব্যক্তি জেট এয়ারওয়েজে এক বিমানবালার সঙ্গে জোর করে সেলফি তোলেন এবং বিমানের টয়লেটে ধূমপান করেন। ফ্লাইটটি ছত্রপতী শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর আবুবকরকে গ্রেফতার করা হয়।
আক্রান্ত ওই বিমানবালা পুলিশের কাছে অভিযোগ করেন, আবুবকর তাকে বিমানের মধ্যে বার বার বলছিলেন, 'চালো না ইয়ার, এক সেলফি লেথে হায়'। বিমানবালা যাত্রীদের সঙ্গে ছবি নিতে পারে না বললে ওই ব্যক্তি খুবই বাজে ব্যবহার করেন।
আবুবকর বিমানবালার পিছু নিয়ে এক সময় জোর করেই ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলেন বলে অভিযোগ করেন ওই বিমানবালা। ঘটনায় অন্য ৪ জন কেবিন ক্রুও সাক্ষী দিয়েছেন বলে জানা যায়।
আক্রান্ত ওই বিমানবালা পুলিশের কাছে অভিযোগ করেন, আবুবকর তাকে বিমানের মধ্যে বার বার বলছিলেন, 'চালো না ইয়ার, এক সেলফি লেথে হায়'। বিমানবালা যাত্রীদের সঙ্গে ছবি নিতে পারে না বললে ওই ব্যক্তি খুবই বাজে ব্যবহার করেন।
আবুবকর বিমানবালার পিছু নিয়ে এক সময় জোর করেই ঘাড়ে হাত দিয়ে সেলফি তোলেন বলে অভিযোগ করেন ওই বিমানবালা। ঘটনায় অন্য ৪ জন কেবিন ক্রুও সাক্ষী দিয়েছেন বলে জানা যায়।
Published in
Khobor Tobor

পর্নোস্টারের সঙ্গে একমাস কাটানোর সুযোগ।একটা মাস ঘোরাফেরা।এক সঙ্গে বিছানায় ঘুমানো।…
যৌন দাসী হতে রাজি না হওয়ার অপরাধে ১৯ জন নারীকে…
কুমির গিলে খাওয়ার পরও বেঁচে থাকে একজন মানুষ রূপকথার গল্পে…
চীনে চলছে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান। আর তাতে এবার যা…
বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়ে শিশুর পরিবর্তে ১১৭টি ছেলে শিশু… 