বিমানে শিশুর জন্ম, নাম রাখা হল ফ্লাইটের নামে!

Rate this item
(4 votes)
এই বিমান-বিলাস সারা জীবন মনে থাকবে মিয়ানমারের এক গর্ভবতী মহিলার। বিমানেই তিনি জন্ম দিলেন এক নবজাতকের। আর এই অবিস্মরণীয় অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখতেই ভূমিষ্ঠ শিশুর নাম রাখা হল ফ্লাইটের নামেই, 'স জেট স্টার'।

পৃথিবীর ইতিহাসে এটাই প্রথমবার যেখানে বিশ্বের সর্বকনিষ্ঠ যাত্রী বিমানভ্রমণ করলেন, যার বয়স এক দিনও নয় মাত্র কয়েক ঘণ্টা। 'স জেট স্টার', জন্মলগ্ন থেকেই এই বিশ্ব নজিরের স্রষ্টা হয়ে থাকল। বিমান কতৃপক্ষ একটি প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন, "আমরা এই সংবাদ জানিয়ে খুব খুশি এবং গর্বিত যে নবজাতক 'স জেট স্টার' এখন সুস্থ।

আমাদের মেডিক্যাল টিম এবং নাবিকদল ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান অবতরণের আগেই সুষ্ঠভাবে নবজাতকের জন্ম দিতে সহোযোগিতা করেছে।"
0 awesome comments!

খবর টবর

Scroll to Top