0 awesome comments!
ইলিশের দাম ১ লাখ ১৬ হাজার টাকা
ভালো ও গুণগত ইলিশের দাম সচরাচর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই থাকে। বিশেষ করে পহেলা বৈশাখের প্রাক্কালে ইলিশের দাম যেন সব সীমা ছাড়িয়ে যায়। ফি বছরই এমনটা হয়ে আসছে। যেমন গত পহেলা বৈশাখে দেশের বাজারে এক জোড়া ইলিশের দাম ২০ হাজার টাকায় বিক্রি হয়েছিল যা নিয়ে রীতিমতো হৈচৈ পরে গিয়েছিল।
কিন্তু এবার বৈশাখের অারো প্রায় ১৫ দিন বাকি থাকতেই এ দাম যেন সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ বুধবার বরগুনার পাথরঘাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে এক লাখ ১৬ হাজার টাকায়! ভাবছেন এটি নিশ্চয় তাহলে খুব বড় সাইজের। আসলে এর ওজন মাত্র সোয়া কেজি! আজ সকালে বরগুনার পাথরঘাটায় ইলিশ মাছটি প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। খবরে প্রকাশ, সকাল ৭টার দিকে উপজেলার বিএফডিসি পাইকারি মৎস্যবাজারে ওই বাজারের আড়ৎদার আল্লারদান মৎস্য আড়তের মালিক যুগলবাবু মাছটি বিক্রি করেন।
যুগলবাবুর বরাত দিয়ে খবরে বলা হয়, বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের হাচন আলীর চরগড়া জালে মাছটি ধরা পড়ে। হাচন আলী তাদের দাদোন ভোগী হওয়ার কারণে সেখান থেকে তার মাছের গদিতে পাঠালে সকালে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়। তখন ১১ জন পাইকারি নিলাম ডাকে অংশ নিলে পাথরঘাটা চরদুয়ানী মুন্সিরহাট গ্রামের পাইকার জাকির হোসেন ওই দামে ইলিশ মাছটি কিনে নেন।
কিন্তু এবার বৈশাখের অারো প্রায় ১৫ দিন বাকি থাকতেই এ দাম যেন সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আজ বুধবার বরগুনার পাথরঘাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে এক লাখ ১৬ হাজার টাকায়! ভাবছেন এটি নিশ্চয় তাহলে খুব বড় সাইজের। আসলে এর ওজন মাত্র সোয়া কেজি! আজ সকালে বরগুনার পাথরঘাটায় ইলিশ মাছটি প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। খবরে প্রকাশ, সকাল ৭টার দিকে উপজেলার বিএফডিসি পাইকারি মৎস্যবাজারে ওই বাজারের আড়ৎদার আল্লারদান মৎস্য আড়তের মালিক যুগলবাবু মাছটি বিক্রি করেন।
যুগলবাবুর বরাত দিয়ে খবরে বলা হয়, বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের হাচন আলীর চরগড়া জালে মাছটি ধরা পড়ে। হাচন আলী তাদের দাদোন ভোগী হওয়ার কারণে সেখান থেকে তার মাছের গদিতে পাঠালে সকালে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়। তখন ১১ জন পাইকারি নিলাম ডাকে অংশ নিলে পাথরঘাটা চরদুয়ানী মুন্সিরহাট গ্রামের পাইকার জাকির হোসেন ওই দামে ইলিশ মাছটি কিনে নেন।
Published in
Khobor Tobor