আকাশ থেকে ঝাঁপ দিলেন শতবর্ষী নারী
লাল রংয়ের পোষাক ও নরম সোলের জুতো ছিল তাঁর পায়ে। নীচ থেকে এক ঝাঁক তরুণ- তরুণী হৈ চৈ করছে আর মাইক্রোফোনে কথা বলছে আকাশে ভাসমান ওই শতবর্ষী নারীর সাথে। আনন্দ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ পর পর ভিডিও দেখে উদ্ভাসিত হচ্ছে তারা। আকাশে চড়ার পুরো সময়টাই ক্যামেরায় পর্যবেক্ষণ করছে তারা।
এমনি এক অবিশ্বাস্য চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল নিউইর্য়কের একটি বাড়ির সামনে। নানির শতবর্ষ উদযাপন উপলক্ষে আনন্দে মেতেছে নাতি – নাতনিরা । শতবর্ষে পদার্পন করেছেন নিউয়র্কে বসবাসকারী এ নারী। বর্তমানে ইলিনর চুনিংহাম তার মেয়ের সাথে থাকছেন তবে ৫ সন্তানসহ ৪০ জন নাতি নাতনি রয়েছে তার।
আকাশ থেকে এভাবে ঝাঁপিয়ে পড়া চুনিংহামের এই প্রথম নয়। এর আগেও তিনি তা করেছেন। তবে এবার চুনিংহামের শততম জন্মদিন পরিবারের সব সদস্যরা বেশ মজা করে পালন করছেন তাই তিনি সবাইকে তাক লাগাতে আবারো প্যারাসুট পড়ে নেমে এলেন আকাশ থেকে।
স্কাই ডাইং মাস্টার ডেন ম্যাকডোনাল্ড বলেন, চুনিংহামের স্কাই ডাইং অবিশ্বাস্য হলেও সত্যি শতবর্ষী কোন মানুষ আকাশে চড়ার সাহস দেখায় না কিন্তু চুনিংহাম তা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ইলিনর চুনিংহাম আমার সবচেয়ে বেশি বয়সি যাত্রী। তার এ বয়সে স্কাই ডাইং সত্যিই দেশের তরুণদের উৎসাহিত করবে।

পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্তি হয়ে গেছে মানুষ খেকো ডাইনোসর।…
একদিনের সফরে আসছেন রানি। তাই হ্রদের ধারে তৈরি হচ্ছে বিলাসবহুল…
সুন্দরের সংজ্ঞা মানুষভেদে, সমাজভেদে এমনকি দেশভেদে ভিন্ন। 'কৃষ্ণ সুন্দরী' যেমন…
শুক্রানু দানের মাধ্যমে ৫৫ সন্তানের পিতা হচ্ছেন রুনি নামের ৪২…
গোটা ইংল্যান্ডের প্রায় ৮০ হাজার নতুন শিক্ষার্থী দাপিয়ে বেড়ালো রাস্তা।… 