গাঁজা সেবনে মিলবে ১৮,০০০ ডলার
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অদ্ভূত এক সিদ্ধান্ত নিয়েছে। অার তা হলো সংস্থাটি এক গবেষণার সিদ্ধান্ত নিয়েছে। এতে অংশগ্রহণকারীরা গাঁজা সেবন করলে তাদের প্রত্যেককে ১৮ হাজার মার্কিন ডলার করে দেয়া হবে। তবে অংশগ্রহণকারীদের এজন্য ৭০ দিন বিছানায় শুয়ে থাকতে হবে। নাসার ওয়েবসাইটে এক প্রতিবেদনে একথা জানানো হয়। খবরে বলা হয়, গবেষণায় অংশগ্রহণকারীদের খেলতে, বই পড়তে, স্কাইপ করতে ও গাঁজা টানতে দেওয়া হবে। তিনটি বিষয়ে মূলত এই গবেষণা চালানো হচ্ছে। স্পেসে থাকাকালীন কী ধরনের শারীরিক পরিবর্তন হয় তা দেখা হবে। আর মহাকাশ অভিযানে এজন্য কী প্রভাব পড়তে পারে সেটাও খতিয়ে দেখা হবে। এছাড়া কোনো বিশেষ কাজ করার সময় কারও শরীর কোন অবস্থায় থাকে সেটা লক্ষ্য করবেন গবেষকরা। অংশগ্রণকারীদের দু’ভাগে ভাগ করা হবে। এক. 'এক্সারসাইজিং' ও অপরটি 'নন-এক্সারসাইজিং'।
প্রথম দলকে প্রথমের দিকে কিছু এক্সারসাইজ করানো হবে। পরে আরামে রাখা হবে। অন্য গ্রুপকে প্রথম ১৩ দিন মুক্তভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে। পরের ২১ দিন বিশ্রামে রাখা হবে। তবে এসবের পরে টানা ৭০ দিন তাদের বিছানায় শুইয়ে রাখা হবে। শুধু মেডিক্যাল টেস্ট করার প্রয়োজনে তারা অন্য জায়গায় যেতে পারবে। হাড়, নার্ভ, মাসল, হার্টসহ শরীরের সব বিষয়ে নজর রাখা হবে এই পরীক্ষায়।

স্বামীর থেকে তিন তালাক পেয়ে দিশা হীন হয়ে পড়েছিলেন ফায়জা…
ক্রিকেট খেলায় নিজের পছন্দের দল জিতলে বিভিন্ন মডেলকে নগ্ন হওয়ার…
ধর্ষণের উপযুক্ত শাস্তি কী হওয়া উচিত? ধর্ষিতা যখন নাবালিকা তখন…
শুধুই মুমুর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্যই কি ব্লাড গ্রুপ জানা…
বিবাহ-বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এর ফলে… 