কান ফোঁড়ালেই মিলবে এলার্জি থেকে মুক্তি

Rate this item
(1 Vote)

কান ফোঁড়ানো বাংলাদেশের মতোই অনেক দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অংশ। সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি ধর্মীয় কারণেও অনেক মেয়েরা কান ফোঁড়ান। কেউ মনে করেন, কান ফোঁড়ালে অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকা যায়। আবার কেউ কেবল সুন্দর লাগে বলে কানে ফুটা করেন। তাই বলে কান ফোঁড়ালে এলার্জি থেকে মুক্তি মিলবে! প্রতিবেদনে বলা হয়, কেবল ফ্যাশন ও ঐতিয্যের বজায় রাখার জন্যই ভারতীয় উপমহাদেশের মেয়েরা কান ফোঁড়ান না। একইসঙ্গে রয়েছে অন্যান্য বিষয়ও।

আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী, কান ফোঁড়ালে মেয়েরা একাধিক রোগ থেকে মুক্তি পায়। এর মধ্যে অন্যতম হচ্ছে হার্নিয়া। শুধু তাই নয়, কান ফোঁড়ানোর ফলে মেয়েরা নাকি এলার্জির হাত থেকেও রক্ষা পায়! কথিত বিশ্বাস ও ধারণা অনুযায়ী, কান ফোঁড়ানোর ফলে মেয়েদের দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। সেইসঙ্গে মানসিক পরিপক্কতাও ঘটে। এর ফলে মেয়েদের শ্রবণশক্তি বৃদ্ধি পায়। এছাড়া শৈশবকালে এটি মেয়েদের নানাবিধ ব্যথা থেকে মুক্তি দেয়।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top