ধর্ষণ করতে গিয়ে একি হলো

Rate this item
(2 votes)

একেই বলে উচিত শিক্ষা। এক নারীকে একা পেয়ে ধর্ষণ করতে যাচ্ছিল এক যুবক।। বুঝতে পারেনি, ওই নারী মার্শাল আর্টস এক্সপার্ট। এত মার মেরেছেন, গুরুতর আহত অবস্থায় আপাতত হাসপাতালে ওই যুবক। চীনের শানডং প্রদেশের লিনি শহরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। পরে রেস্তোরাঁর সিসিটিভিতে ধরা পড়া সেই দৃশ্য ইন্টারনেটে আলোড়ন ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। রেস্তোরাঁর দরজা লাগিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পিছন থেকে নারীর স্কার্টটি খোলার চেষ্টা করতেই একটা ভয়ঙ্কর লাথি। তারপরের ঘটনা আশা করতে পারেনি ওই যুবক।

নারী আসলে মার্শাল আর্টস এক্সপার্ট। কয়েকটি সজোরে পাঞ্চ খেয়ে মাটিতে পড়ে তখথন কাতরাচ্ছে দুষ্কৃতী। পালাতে যাচ্ছিল। ফের একটা ঘুষি। আর ওঠার ক্ষমতা নেই। ততক্ষণে ধর্ষক প্রায় অজ্ঞান। মুখ, নাক ফেটে রক্ত ঝরছে। দেখুন সেই ছবি।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top