এবার মডেলের শ্লীলতাহানি করলো হনুমান

Rate this item
(1 Vote)

জয়পুরে ফটোশ্যুট করছিলেন জনপ্রিয় সেসেলিয়া ক্যালিন। কিন্তু আচমকা সেখানে হাজির হয় একটি হনুমান। ঘটনাস্থলে পৌঁছনোর পরে সে কী করল, তা হয়ত কেউ কল্পনাও করতে পারবেন না। ফটোশ্যুটের সময় উপস্থিত হয় একটি পুরুষ হনুমান। এসেই মডেলের কাপড় ধরে টানাটানি শুরু করে। এমন কাণ্ডে রীতিমতো ঘাবড়ে যান মডেল ক্যানিন। ক্যামেরাম্যানসহ উপস্থিতরা হনুমানটিকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। হনুমানটি ক্যানিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।

জামা ধরে টানাটানি করতে থাকে। তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। প্রথমে ঘাবড়ে গেলেও পরে পুরো ব্যাপারটি উপভোগ করতে থাকেন মডেল ক্যানিন। হয়ত তিনি বুঝতে পারেন যে, হনুমানটি তার কোন ক্ষতি করবে না। এ সময় হনুমানটিকে অসহায়ভাবে ক্যানিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এরপর হনুমানটি যা করলো তা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হবে। কী করলো? হনুমানটি নিচের দিকে তাকিয়ে চেচামেচি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় আরেকটি হনুমান। সম্ভবত আগের হনুমানটির বান্ধবী। এরপর সবার সামনেই যৌনতায় মেতে ওঠে হনুমান দু'টি। পুরো বিষয়টা ক্যামেরাবন্দি করতে ভুল করেননি আলোকচিত্রী।

0 awesome comments!
Scroll to Top