প্যারিসে জঙ্গি হামলায় প্রাণ বাঁচালো স্মার্টফোন!
বিপদেও কাজে এলো স্মার্টফোন। শুক্রবার প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার সময় এক ব্যক্তির প্রাণ বাঁচাল তাঁর স্মার্টফোনটি। রাতে ফ্রান্স-জার্মানির ফুটবল খেলা চলার সময় স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। এরপর কাছাকাছি একটি কনসার্ট হলে মানুষদের জিম্মি করে রাখে জঙ্গিরা। সেই সময় ওই কনসার্ট হলের মধ্যে ছিলেন এই ব্যক্তি। যাঁর নাম সিলভারস্টাইন। হলের মধ্যে তাঁদের আটকে রেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যার জেরে নিহত হন অনেক মানুষ। মধ্যরাতে পুলিশ এই হলের মধ্যে ঢুকে একে একে নিরাপদভাবে বের করে আনে জিম্মি থাকা মানুষদের। এসময় পুলিশে সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় ৩ জন জঙ্গি। জঙ্গিরা গুলি চালানোর সময় এই ব্যক্তি নিজের ফোনটিকে মাথার ওপর তুলে ধরেন। তারপরে ফোনের স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তাঁর মাথা। তাই বলা যেতেই পারে মানুষের প্রাণ বাঁচালো স্মার্টফোন।

গাড়ির সঙ্গে সহবাস কথাটি শুনেই অবাক হতে পারেন অনেকেই। ঘোড়া,…
চীনের বাসিন্দা হলে এতদিনে হয়ত র্যাডফোর্ড দম্পতিকে দেশ ছাড়তে হত।…
দুবাইয়ের সড়কে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর কারণে দুজন চালককে…
সুন্দরী রমণীদের ছবি নিয়ে হইচই নেট-দুনিয়ায় প্রায়ই হয়। তার সঙ্গে…
পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘ ২৯ বছর কাজ করেছেন। নিয়মানুযায়ী এবার… 