স্বামীর অপকর্মের ভিডিও করায় স্ত্রীর কারাদণ্ড
বাসায় স্ত্রীর অলক্ষে গৃহকর্মীকে যৌন হয়রানি করছিলেন এক স্বামী। দৃশ্যটি নজরে আসতেই সেটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন স্ত্রী। আর প্রতিশোধ হিসেবে তিনি সেই ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। তবে সৌদি আইন অনুযায়ী, পুরস্কারের পরিবর্তে শাস্তিই পেতে যাচ্ছেন ওই স্ত্রী।
ভিডিওতে দেখা যায়, রান্না ঘরে কর্মরত গৃহকর্মীকে যৌন হয়রানির চেষ্টা করছেন ওই গৃহকর্তা। তিনি জোর করে ওই নারীকে চুমুও খান। ভিডিওটি পোস্ট করার পর ওই নারীর ক্যাপশন লিখেছেন, ‘এই স্বামীর সর্বনিম্ন সাজা হচ্ছে তার মানহানি করা।’
সাদা নামে একটি সৌদি দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি পোস্ট করার পর অনেকেই ওই নারীর সাহসের প্রশংসা করেছে।
আল ইয়ামামা নামে এক ব্লগার লিখেছেন, ‘আপনার বীরোচিত সাহসের জন্য স্যালুট। আপনি সবচেয়ে ভাল কাজটি করেছেন। কারণ প্রতিশোধ নেওয়াটা জরুরি ছিল এবং আপনার প্রতিশোধটি সবচেয়ে ভাল।’
তবে মজিদ কারুব নামে এক সৌদি আইনজীবী বলেছেন, স্বামীর সম্মানহানির জন্য ওই নারীর এক বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। তিনি আরও বলেন, এই আইন অনুযায়ী (তথ্যপ্রযুক্তি অপরাধ) কারও মানহানির জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন অথবা অন্য যে কোন যন্ত্র ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।

তাইওয়ানের ফার্স্ট কর্মাশিয়াল ব্যাংকে কাস্টমারদের সেবা দেওয়ার জন্য 'পিপার' নামের…
প্রায় ২শ বছর পর পাওয়া গেলো বিরল প্রজাতির এক রক্তখেকো…
ছোট বাচ্চা দেখলে সবারই আদর করতে ইচ্ছা করে। ভালবেসে চুমুও…
টিকিট নম্বর গ্রে- ৮৭৪৬ ৬৬৪৮। পুরস্কারের অর্থ, ৮ কোটি ৮৫…
খাইলে টাকা খরচ হবে এটাই স্বাভাবিক। কিন্তু খেয়ে টাকা আয়ের… 