0 awesome comments!
কলা খেলে চার ঘণ্টায় মৃত্যু!
লন্ডনের এসেক্সের বাসিন্দা ২৪ বছরের নারী মাইকেলা ইগান। কয়েকদিন আগেই স্থানীয় সুপার মার্কেট থেকে কিনে আনা একটি পাকা কলার উপর দেখতেপান অদ্ভূত মাকড়শার জাল।
ভয়ে চমকে ওঠেন ইগান। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্যদের কাছে কলাটি নিয়ে যান। এমনকী, একটি ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্টও করেন।
এরপরেই ইগান চমকে ওঠেন বন্ধুদের প্রতিক্রিয়া পেয়ে। অনেকেই বলেন, এই জাল একমাত্র তৈরি করতে পারে ব্রাজিলের ওয়্যান্ডারিং স্পাইডার।
যার বিষে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মাত্র ৪ ঘণ্টার মধ্যে মারা যেতে পারেন। দুই সন্তানের মা ইগান আর দেরি না করে স্থানীয় সুপার মার্কেটে কলার কাঁদিটি ফেরৎ দিয়ে আসেন।
পুরো দাম ফেরৎ পেয়েছেন তিনি। মার্কেট কর্তৃপক্ষ কলাটির নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে।
Published in
Khobor Tobor