৭ বাঘের সঙ্গে মানুষের বসবাস - ভিডিওসহ
মানুষ শখ করে তখন বিভিন্ন রকম পশু ও পাখিকে পোষ মানায়। কিন্তু বাঘকে পোষ মানাতে শুনেছেন কখনো? তাও আবার একটি দুটি নয়, সাতটি! আর এ দুঃসাহসিক কাজটিই করেছে ব্রাজিলের একটি পরিবার।
ব্রাজিলের ওই পরিবারটি হিংস্র জীবজন্তু বশে আনাটাকে ঠিক অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সাতটি বাঘ সারাক্ষণ পরিবারটির সঙ্গে থাকছে। পরিবারের বাচ্চারা জন্ম থেকে বাঘকে ভয় পাওয়ার পরিবর্তে তাদের সঙ্গে খেলাধুলা করে আসছে। এমনকি পরিবারের সদস্যদের গোসলেও সঙ্গী হচ্ছে বাঘ!
পরিবারের প্রধান আরিয়েস বরগেস জানান, এক সার্কাসে দুটি বাঘ শাকবকের দুরবস্থা দেখে মায়া লাগে তার। তিনি এ দুটি শাবককে বাড়িতে নিয়ে আসেন। বাঘ শাবক দুটিকে উদ্ধার করার পর তিনি প্রথমে বাড়িতে এনে তাদেরকে খাওয়ালেন। তারপর থেকে এত বছর যাবৎ তিনি ও তার তিন কন্যা নায়ারা (২০), উরাইয়া(২৩) এবং ডেউসানিরা (২৪) বাঘদের সঙ্গে একত্রে খাবার খাওয়া, খেলাধুলা করা থেকে শুরু করে একই বিছানায় পর্যন্ত ঘুমায়!
দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থাকার ফলে ওই পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে বাঘদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গেছে বলে মনে হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন

যুক্তরাজ্যে শুধুমাত্র বাথরুমের কমোড ও রেলিংয়ে আটকে যাওয়া বাচ্চাদের উদ্ধার…
ভাবেন তো একবার, যাত্রী নিয়ে চলছে ট্রেন। আর সেই ট্রেনেই…
ঘটনাটি ৯ বছর আগের। আজ থেকে ৯ বছর আগে নিউ…
চীনের বাসিন্দা হলে এতদিনে হয়ত র্যাডফোর্ড দম্পতিকে দেশ ছাড়তে হত।…
আপনি কি হ্যারি পটারের খুব বড় ভক্ত? হতে পারে, কিন্তু… 