নিজের স্তন্যপান করে জীবন রক্ষা
এক্সটেরা রেসে অংশ নিয়ে অন্যদের সঙ্গে বনে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু দৌড়ের এক পর্যায়ে ভুল দিকে মোড় নিয়ে বনে পথ হারিয়ে ফেলেন। আর পথ খুঁজে পাননি। শুরু হয় বনের অপরিচিত পরিবেশে জীবন বাঁচানোর লড়াই। জেঁকে বসে ক্ষুধা। জীবন বাঁচাতে শেষ পর্যন্ত নিজের বুকের দুধ পান করেন তিনি। লতাপাতা দিয়ে নিজেকে ঢেকে রাত পার করেন।
২৯ বছর বয়সী হারিয়ে যাওয়া এই নারীর নাম সুসান ও’ব্রায়েন। নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরের পূর্ব দিকের রিমুতাকা বনে এ ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দৌড়ের ফিনিশিং লাইনে না পৌঁছায় তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুই সন্তানের এই জননীকে বন থেকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে ফিরিয়ে আনা হয়।
ফিরে দ্রুত নিজ পারিবারের সঙ্গে মিলিত হয়ে আট মাস বয়সী কন্যাকে দুধ পান করান তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, 'মরতে যাচ্ছি বলে মনে হচ্ছিল আমার। আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াই, তাই আমি নিজেও একটু দুধ খেয়ে নিয়েছিলাম। এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো ভেবেছিলাম।'
হারিয়ে যাওয়া এ নারীর সঙ্গে দুই লিটারে একটি পানির বোতল, জেল প্যাক ও এনার্জি বার ছিল বলে জানিয়েছে রেডিও নিউ জিল্যান্ড।
রাত নামার পর সুসান শীতে কাবু হয়ে পড়েছিলেন ও ভিজে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার শরীরচর্চা প্রশিক্ষক।
বনের মধ্যে একটি গর্ত করে তাতে শুয়ে ছিলেন তিনি। উপরটা ঝরা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলেন।