শেষ পর্যন্ত লজ্জা নিবারণ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সম্প্রতি অনুষ্ঠিত শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় নগ্ন ভাস্কর্য। শিল্পকর্মটি সেখানকার নবীন শিক্ষক কনক কুমার পাঠকের। শেষ পর্যন্ত শিল্পকর্মটির লজ্জা নিবারণের জন্য খবরের কাগজ মুড়িয়ে দেওয়া হয়। আর খবরের সঙ্গে দেওয়া ডান পাশের ছবিটি দেশের বাইরের। যাতে পাশ্চাত্য ভাবধারা ফুটিয়ে তোলা হয়েছে।
গত ৪ মার্চ সকালে প্রদর্শনীটির সমাপনী অনুষ্ঠানে শিল্পকর্মটির দিকে তাকিয়ে যে কারোরই হয়তো আমির খানের পিকে ছবির কথা মনে হয়েছিল। এদিকে চারুকলা বিভাগের একজন শিক্ষক জানিয়েছেন, আমাদের সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি অন্য দেশের মতো না হওয়ায় শিল্পকর্মটি এভাবে পেপারে মুড়িয়ে রাখতে হয়েছে। অন্যকিছু দিয়ে বা অন্য কোনভাবেই এটা প্রদর্শিত করা যেতো কিস্তু সেটা দেরি হয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি প্রদর্শনীর ক্যাটলগে শিল্পকর্মটি এভাবেই উপস্থাপন করা হয়েছে বলে জানান।

আগের সব পরীক্ষায় সব বিষয়ে আপনি পেয়েছেন সর্বোচ্চ নম্বর। কিন্তু…
মেক্সিকোর এক কিশোরীর বাবা তার মেয়ের জন্মদিনে সবাইকে আসার আমন্ত্রণ…
নির্যাতন কথাটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একটি অবলা নারীর…
চীনা অনেক সংস্থার কাজকর্ম প্রায়ই অন্যদের থেকে আলাদা। এবার এক…
যৌনবাহিত কোনো ধরনের ইনফেকশন [এসটিআই]'র সংস্পর্শে এলে রং বদলে যেতে… 