বুলেটপ্রুফ কাপড়ের দোকান
গুলি ঠেকাতে পারে বুলেট-প্রুফ জামা কাপড়ের দোকান চালু হয়েছে নেদারল্যান্ডসের একটি শহরে। ক্রেতারা এখন ওই দোকান থেকে শুধু ফ্যাশনেবল ভেস্টই কিনতে পারছেন না, তারা সেখান থেকে সংগ্রহ করছেন স্যুট, চামড়ার জ্যাকেট, এমনকি টাইও।
ওই দোকানে কলম্বিয়ান একটি ব্র্যান্ডের বুলেটপ্রুফ কিছু কাপড়ও বিক্রি হচ্ছে যা দেখতে খুবই সাধারণ কাপড়-চোপড়ের মতো। বুলেট প্রুপ এসব কাপড় সরু পাতলা গেঞ্জির মতো যা টি শার্টের নিচেও পরা যায়।
যারা তাদের কর্মক্ষেত্রে নিজেদের জীবনকে খুব একটা নিরাপদ মনে করেন না, তাদেরকে লক্ষ্য করেই এসব কাপড় বাজারে ছাড়া হচ্ছে বলে ওই কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, এগুলো গহনার দোকান, পেট্রোল স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যেই মূলত বিক্রি করা হচ্ছে। অপরাধীদের জন্যে এসব তৈরি করা হয়নি।
'প্যানামেরা' নামের ওই কোম্পানির কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত জানুয়ারি মাসে প্যারিসে শার্লি হেব্দোর ওপর সন্ত্রাসী হামলার পর এধরনের পোশাক-আশাকের প্রতি ক্রেতারা আগ্রহী হচ্ছে। অবশ্য কারা কি ধরনের পোশাক কিনছেন এবিষয়ে কোম্পানিটি থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।আর এসব পণ্য খুব একটা সস্তা নয়। সবচে' কম দামী পোশাকটির দাম প্রায় ২,৭০০ ডলার।

পৃথিবীতে যে কত অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত তারই একটি…
ইউটিউবে ছাড়া একটি ভিডিও নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়ে গেছে…
মেক্সিকোর এক কিশোরীর বাবা তার মেয়ের জন্মদিনে সবাইকে আসার আমন্ত্রণ…
তেলের দরপতন হওয়ায় ভেনেজুয়েলায় আকাশ ছুঁয়েছে কনডমের দাম। ৩৬ পিসের…
নির্যাতন কথাটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে একটি অবলা নারীর… 