বিড়ালের আগুনে পুড়লো সবকিছু
বিড়ালের আগুনে পুড়লো সবকিছু। ভাবছেন এটা কিভাবে সম্ভব। কারণ বিড়ালের আবার আগুন আছে নাকি। আসলে বিড়ালে গায়ে থাকা আগুনে পুড়ে যায় অ্যাপার্টমেন্টটি। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে।
জানা গেছে, নিউইয়র্কের ব্রোঙ্কস এলাকার গভর্নর অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা অ্যাঞ্জেল আলসাজা মাংস ভাজছিলেন। একসময় তৈলাক্ত কড়াইয়ের মধ্যে দপ করে আগুন জ্বলে ওঠে। আলসাজারের পোষা ছয় বিড়ালের মধ্যে একটি ছিল চুলার কাছেই। এসময় ওই বিড়ালটির গায়ে আগুন লেগে যায়। বাঁচার জন্য বিড়ালটি দেয় ভোঁ দৌড়। মুহূর্তের মধ্যেই লঙ্কাকাণ্ড। বিড়ালের দৌড়ঝাপের কারণে পুরো ফ্ল্যাটের মধ্যে আগুন লেগে যায়।
এতেও না হয় রক্ষা ছিল। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। এতে আহত হয় ভবনের ১১ বাসিন্দা।ফ্ল্যাট পুড়ে যাওয়ায় বাইরে থাকতে হচ্ছে কমপক্ষে ১২ বাসিন্দাকে। তবে দৌড়েও প্রাণে বাঁচতে পারেনি বিড়ালটি।
এ ঘটনার জন্য ভবনের অন্য বাসিন্দারা কিন্তু বিড়ালের মালিক আলসাজারকেই দুষছেন। সুজান গুথারিজ নামে ভবনের এক বাসিন্দা জানান, আলসাজার তার পোষা প্রাণীর ঠিকমতো যত্ম করতো না। পুরো বাড়ি থেকে বিড়ালে মল-মূত্রের গন্ধ আসতো।
যার বিরুদ্ধে অভিযোগ সেই আলসাজারও কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনার তদন্তে তাকে জেরা করছেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা।

গোয়েন্দার কাজে কুকুর ব্যবহারের কথা শুনে থাকবেন হয়তো কিন্তু কখনো…
আকাশের রং নীল। সমুদ্রের পানি নীল। হীরা হয় নীল রঙের।…
সন্নাসীরা নানাভাবেই ধ্যান করেন। কিন্তু তাই বলে ফুটন্ত তেলভর্তি পাত্রের…
দুনিয়ার সবচেয়ে গরিব পাঁচটা দেশ৫) এরিত্রেয়া: গৃহযুদ্ধে জরাজীর্ণে একটা দেশ।…
একজন ভিক্ষুকের যৎসামান্য রোজগার। এটাই যেন স্বাভাবিক। কিন্তু একজন ভিক্ষুকের… 