অবশেষে পপির 'বাসর' হচ্ছে!
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন পপি। মাঝে ২-১টা চলচ্চিত্রে কাজ করলেও সেসব আলোর মুখ দেখছে না। তবে এবার বুঝি কাটতে বসেছে সে বন্ধ্যা সময়। পপি অভিনীত 'বিয়ে হলো বাসর হলো না' মুক্তি পাচ্ছে শীঘ্রই। জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ছবিটি।
সাদ্দাম হোসেন মামুন পরিচালিত এ ছবিতে পপির নায়ক হিসেবে আছেন জায়েদ খান। ছবিতে আরও অভিনয় করেছেন আমান, কাজী হায়াতসহ অনেকে।
ছবিতে দেখা যাবে পপির সঙ্গে বিয়ে চূড়ান্ত হয় আমানের। তারা বিয়েও করেন। কিন্তু বাসরঘর থেকেই পপিকে নিয়ে জায়েদ খান দেয় ছুট। এরপরই ঘটতে থাকে একের পর এক ঘটনা।
পপি বলেন, 'বিয়ে হলো বাসর হলো না আমার অনেক সুন্দর চরিত্রের একটি ছবি। 'গার্মেন্টস কন্যা' ছবির পর এ ছবিতে দর্শক আমাকে দারুণ একটি চরিত্রে পাবে। এ ছবিতে আমি ভাল অভিনয়ের চেষ্টা করেছি।
অন্যদিকে, জায়েদ খান বলেন, ছবিটির কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই এটি প্রেক্ষাগৃহে উঠবে বলে আশা রাখছি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে দর্শকদের আনন্দ দেওয়ার মতো সব উপাদানই রয়েছে।