দ্বৈত প্রেমে মোনালিসা
অভিনেতা অপূর্বর সঙ্গে মোনালিসার চলছে গভীর প্রেম। মোনালিসার জন্য রীতিমত পাগল অপূর্ব। কিন্তু কিছুদিন ধরে অপূর্ব লক্ষ্য করছেন, মোনালিসার কাছে প্রায়ই অপরিচিতদের ফোন আসছে।
অপূর্ব জানতে চাইলে মোনালিসার সোজা উত্তর, মামা ফোন করেছিল। বিষয়টা নিয়মিতভাবে ঘটার কারণে অপূর্ব মেনে নিতে পারছিলেন না। তাই তিনি এক বন্ধুর সহযোগিতায় মোনালিসার ফোনের কল লিস্ট চেক করেন।
সেখানে দেখা যায় নাম্বারটি তার বন্ধু সোহানের। এ নিয়ে অপূর্ব আপত্তি তুললে মোনালিসা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং সোহানের প্রেমে মগ্ন হয়ে পড়ে।
এদিকে সোহানের কাছে ভালোবাসা মোটেও সিরিয়াস কিছু না। তার কাছে প্রেম মানে শারীরিক আকর্ষণ। এক পর্যায়ে সোহানের আচরণে বিষয়টা বুঝে ফেলে মোনালিসা। এরপর সোহানের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয়। আবার ফিরে যেতে চায় অপূর্বর কাছে।
গল্পটা মোনালিসার সত্যি জীবনের নয়।
সঞ্জয় বড়–য়ার রচনা ও পরিচালনায় ‘ভন্ডুলুম’ নাটকের গল্প এটি। এতে অভিনয় করেছেন- অপূর্ব, মোনালিসা, সোহান খান প্রমুখ।