নাটক নিয়েই ব্যস্ত রাখী

Rate this item
(0 votes)

২০১১ সালে লাক্স-সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে মিডিয়া ভুবনে পা রাখেন মাহবুবা ইসলাম রাখি। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন টানা। মাঝে এ-লেভেল পরীক্ষার জন্য বেশ কিছু দিন কাজকে জানান ছুটি। তবে পরীক্ষা শেষ করেই আবার ব্যস্ত সময় কাটাচ্ছেন কাজ নিয়ে।

আগামীতে  শুটিং করবেন চয়নিকা চৌধুরীর পরিচালনায় দু’টি নাটকে। এর মধ্যে খণ্ড নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব। ইমদাদুল হক মিলনের রচনায় এ নাটকের নাম ‘তুমি আমার’। আর চয়নিকা চৌধুরীর পরিচালনায় `আপনের চেয়ে আপন` ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে রাখিকে।

নাটকটি নিয়ে রাখি বাংলানিউজকে বলেন, “আমি এ নাটকে প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করলাম। শহরের আধুনিক তরুণী ও গ্রাম্য মেয়ের ভূমিকায় অভিনয় করব। প্রতিটি চরিত্রেই আমার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং।”

সম্প্রতি নাফিজের পরিচালনায় `প্রাণ ক্র্যাকো` নামের একটি চিপসের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন রাখি। গত ২৫ মার্চ কক্সবাজারে গাজী শুভ্রর নির্দেশনায় ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডার’-এর বিজ্ঞাপনটি বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

এছাড়া চ্যানেল আইয়ের জন্য একটি খণ্ড নাটকে কাজ করবেন রাখি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা শাহেদ শরীফ খান।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, “আমি প্রায়ই চলচ্চিত্রে কাজের প্রস্তাব পাচ্ছি। ভালো গল্পের ছবিতে কাজ করার ইচ্ছে। এজন্যই হয়ত দেরি হচ্ছে।”

0 awesome comments!
Scroll to Top