শাবানার প্রযোজনায়

Rate this item
(0 votes)
সম্প্রতি দেশে এসেছিলেন জননন্দিত অভিনেত্রী শাবানা। তিনদিনের এ সফরে তিনি একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। আগামী মাসে আবারও দেশে এসে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন্সের ব্যানারে ছবিটির কাজ শুরু করবেন বলে জানা গেছে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন নারগিস আক্তার।

তিনি জানান, শাবানা তাকে ছবিটি নির্মাণের অনুরোধ করেছেন। গল্পও চূড়ান্ত করা হয়েছে। এখন অভিনয়শিল্পী নির্বাচন করা হচ্ছে। শাবানার প্রথম পছন্দ ভারতের রানী মুখার্জিকে। তাই এ ছবিতে অভিনয়ের জন্য রানীকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন। ছবিটিতে তার নায়ক হিসেবে থাকছেন শাকিব খান।

দুই দেশের দুই নারী-পুরুষের ভালোবাসাকে ঘিরেই ছবির গল্প। জানা গেছে এই ডিসেম্বরে শাবানা এবং তার স্বামী ওয়াহিদ সাদিক দেশে এসে সব কিছু চূড়ান্ত করবেন। সে সময় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করবেন। তবে ছবি প্রযোজনা করলেও শাবানা এই ছবিতে অভিনয় করবেন না।

তিনি এক যুগ আগে নেওয়া অভিনয় না করার সিদ্ধান্তে অটল রয়েছেন। শাবানা প্রযোজিত সর্বশেষ ছবি ‘স্বামী ছিনতাই’। সোহানুর রহমান সোহান পরিচালিত সেই ছবিটি ২০০৪ সালের ১৫ই নভেম্বর মুক্তি পেয়েছিল।

এর আগে শাবানা সাদিকের এসএস প্রোডাকশন থেকে ‘মাটির ঘর’, ‘নাজমা’, ‘অন্ধ বিশ্বাস’, ‘ভাত দে’, ‘কন্যা দান’, ‘দুঃসাহস’, ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘লাল কাজল’, ‘মান সম্মান’, ‘রাঙা ভাবী’, ‘রাজার মেয়ে বেদেনী’, ‘অবুঝ সন্তান’, ‘স্বপ্নের পুরুষ’সহ অসংখ্য হিট-সুপারহিট ছবি নির্মিত হয়েছে।

এই ছবিগুলো অভিনেত্রী ও প্রযোজক হিসেবে শাবানাকে সমৃদ্ধ করেছে এবং দর্শকদের ভাল ছবি দেখার সুযোগ করে দেয়। দীর্ঘ ৬ বছর পর আবার শাবানা সাদিক এবং তাদের স্বনামধন্য প্রযোজনা সংস্থা এসএস প্রোডাকশন ছবি নির্মাণ করতে যাচ্ছে যা বর্তমান চলচ্চিত্রের জন্য বিরাট একটি সুখবর।

এ বিষয়ে পরিচালক নারগিস আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছবি নির্মাণের সত্যতা স্বীকার করে বলেন, শাবানা আপার সঙ্গে আমার চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। আপা ডিসেম্বরে দেশে ফিরবেন। ইনশাআল্লাহ জানুয়ারি থেকে এই ছবির কাজ শুরু করবো।

তিনি বলেন, শাবানা আপা রানী মুখার্জিকে চূড়ান্ত করেছেন। তার সঙ্গে শাকিব খান থাকতে পারেন। আমার সঙ্গে শাকিবের কথা হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত করবেন শাবানা আপা। তিনি দেশে ফেরার পর সবকিছু স্পষ্ট হবে।
0 awesome comments!
Scroll to Top