স্টার ড্যান্স থেকে বাদ সারিকা

Rate this item
(0 votes)

মডেল ও অভিনয়শিল্পী সারিকার বিরুদ্ধে এবারে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি কর্তৃপক্ষ। অপেশাদার আচরণের জন্য চ্যানেলটির নির্মাণাধীন রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স’ থেকে বাদ দেওয়া হয়েছে মডেল ও অভিনেত্রী সারিকাকে। তাঁর পরিবর্তে নতুন করে শোতে ঢুকেছেন লাক্স তারকা-খ্যাত মৌসুমী হামিদ।

এ প্রসঙ্গে এশিয়ান টিভির হেড অব এন্টারটেইমেন্ট কামরুজ্জামান জানিয়েছেন, অপেশাদার আচরণের কারণে বাধ্য হয়েই সারিকারকে প্রতিযোগিতা থেকে বাদ দিতে হয়েছে। সকাল নয়টায় শুটিং শিডিউল থাকলেও বিকেল, এমনকি সন্ধ্যায়ও অনুষ্ঠানস্থলে তাঁর দেখা পাওয়া যায় না। সারিকার কারণে অন্য শিল্পীদেরও তখন অকারণে বসে থাকতে হয়। এতে করে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে অনুষ্ঠান কর্তৃপক্ষ। তাই অনুষ্ঠানের স্বার্থে সারিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

কয়েকদিন আগে অনুষ্ঠানটি নিয়ে আলাপকালে সারিকা জানিয়েছিলেন, ‘স্টার ড্যান্স অসাধারণ একটি অনুষ্ঠান। বলতে পারেন আন্তর্জাতিকতার ছোঁয়া আছে অনুষ্ঠানে। দেশের বাইরের কোরিওগ্রাফার দিয়ে মহড়া হচ্ছে। তবে মনে হচ্ছে অনুষ্ঠানে অন্য শিল্পীদের তুলনায় আমাকে কিছুটা কম গুরুত্ব দেয়া হচ্ছে। এদিকে, আজ সোমবার বেশ কয়েকবার সারিকার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর উত্তর মেলেনি। একপর্যায়ে সারিকা মুঠোফোনটি বন্ধ করে দেন।-


স্টার ড্যান্স রিয়েলিটি শো’তে নিপুণ, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মীম, তমা মির্জা, মৌসুমী হামিদ ও ইশানা প্রত্যেকেই একটি দলের দলনেতা। আর এই ছয়টি দলের মধ্যে নাচের প্রতিযোগিতা নিয়ে এই শো। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক হিসেবে রয়েছেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও অভিনেতা ফেরদৌস। এছাড়াও অতিথি বিচারক থাকবেন ইলিয়াস কাঞ্চন, রিচি সোলায়মান ও ঐন্দ্রিলা আহমেদ।-


প্রসঙ্গত, মাস খানেক আগে চ্যানেল টোয়েন্টি ফোরে ‘ডাইন আউট উইথ আস’ অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্য পরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল সারিকাসহ আরও দুই অভিনয়শিল্পীকে। পরবর্তীতে ঘটনার জন্য অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।


0 awesome comments!
Scroll to Top