অপারেশন চলাকালে রোগীকে রেখে সেলফি!

Rate this item
(2 votes)

সম্প্রতি সেলফি জ্বরের সাক্ষী হয়েছে চীনের একটি হাসপাতাল। জানা যায়, জরুরি অপারেশন চলাকালে হঠাৎ মাঝপথেই খানিকটা 'বিরতি' দিয়ে সেলফি তুলতে পোজে দাঁড়িয়ে যান সব চিকিৎসক। তাদের সবারই মুখে তখন হাসি লেগেছিল।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন ওই চিকিৎসকদের কেউ একজন। তবে বিতর্কের ঝড় শুরু হয় এরপরই।

ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে সেইসব ডাক্তারদের অপসারণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে চীনা সংবাদ মাধ্যমগুলো জানায়, সেলফির জেরে ডাক্তারদের কপাল পুড়লেও অপারেশনটি কিন্তু সফলই হয়েছিল। সেলফিতে অর্ধ-অপারেশনে থাকা ওই রোগী সুস্থ হয়ে সেই সেলফিতে লাইকও দিয়েছেন বলে জানা গেছে।

0 awesome comments!
Scroll to Top