চার দশক পর মুক্ত নির্দোষ আসামি!

Rate this item
(1 Vote)

সালটা ছিল ১৯৭৫। ব্যবসায়ী হ্যারি ফ্রাঙ্ককে হত্যার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। চার দশক আগে ৫৭ বছর বয়সী রিক জ্যাকসন এবং ৬০ বছর বয়সী উইলি ব্রিজম্যানকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন ১৩ বছরের এডি ভারমান।

বিনা অপরাধে ৪০ বছর কারাগারের চার দেওয়ালের মধ্যে কাটিয়েছেন তারা। কিছুটা নাটকীয় ভাবেই যেন মুক্তি পেলেন এই দুই মার্কিন কৃষ্ণাঙ্গ।

এত বছর পর জ্যাকসন ও ব্রিজম্যানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা স্বীকার করে নিলেন ভারমান। এর পরই মুক্তি পান তারা।

২০১৩ সালে ভারমান এক মন্ত্রীকে জানান, তিনি তার নিডের চোখের সামনে খুন হতে দেখেননি। ক্লেভল্যন্ড গোয়েন্দা পুলিশ তাকে জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করেছিল। এর পরই গোটা ঘটনাটি স্পষ্ট হয়ে যায়। মুক্তি পান জ্যাকসন ও ব্রিজম্যান।

0 awesome comments!
Scroll to Top