0 awesome comments!
যে গ্রামের অর্ধেক মানুষ 'বামন'!
গ্রামের নাম- ইয়াংসি। চিনের সিচুয়ান প্রদেশের এই অখ্যাত গ্রামটিকে নিয়ে বিজ্ঞানীরা খুবই উৎসুক। উৎসাহের কারণও আছে। গ্রামটির মোট জন সংখ্যা মাত্র ৮০।
আর তার মধ্যে প্রায় অর্ধেক মানুষই বামন বা খুবই খর্বকায়। জানা গেছে, প্রায় ৬০ বছর আগে ওই গ্রামে নাকি এক রোগের প্রাদুর্ভাব ঘটে। আর তাতে নাকি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় ৫ থেকে ৭ বছেরর ছেলে মেয়েরা। আর ওই রোগেই নাকি সেই শিশুদের শারীরিক বৃদ্ধি আটকে যায়।
সেই থেকেই বেঁটে মানুষের সংখ্যা বাড়তে থাকে ইয়াংসিতে। বিজ্ঞানী আর বিশেষজ্ঞরা গ্রামটির এই ইতিহাসের কথা মাথায় রেখেও বিষয়টি নিয়ে খুবই চিন্তিত কারণ তাদের হিসাবে প্রতি ২০ হাজার জনের মধ্যে ১ জন বামন হয়ে থাকেন। তাই ইয়াংসির মানুষদের আকার নিয়ে তারা দ্বিধামুক্ত হতে পারছেন না। তাই এ বিষয়ে পরীক্ষার মাধ্যমে নানা রকম কারণ বিশ্লেষণ করছেন তারা।
আর তার মধ্যে প্রায় অর্ধেক মানুষই বামন বা খুবই খর্বকায়। জানা গেছে, প্রায় ৬০ বছর আগে ওই গ্রামে নাকি এক রোগের প্রাদুর্ভাব ঘটে। আর তাতে নাকি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় ৫ থেকে ৭ বছেরর ছেলে মেয়েরা। আর ওই রোগেই নাকি সেই শিশুদের শারীরিক বৃদ্ধি আটকে যায়।
সেই থেকেই বেঁটে মানুষের সংখ্যা বাড়তে থাকে ইয়াংসিতে। বিজ্ঞানী আর বিশেষজ্ঞরা গ্রামটির এই ইতিহাসের কথা মাথায় রেখেও বিষয়টি নিয়ে খুবই চিন্তিত কারণ তাদের হিসাবে প্রতি ২০ হাজার জনের মধ্যে ১ জন বামন হয়ে থাকেন। তাই ইয়াংসির মানুষদের আকার নিয়ে তারা দ্বিধামুক্ত হতে পারছেন না। তাই এ বিষয়ে পরীক্ষার মাধ্যমে নানা রকম কারণ বিশ্লেষণ করছেন তারা।
Published in
Khobor Tobor