ক্লিন শেভড পুরুষের মুখেই জীবাণু বেশি

Rate this item
(1 Vote)

দাড়িওয়ালাদের চেয়ে ক্লিন শেভড পুরুষের মুখে জীবাণু বেশি থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানী ও গবেষকরা। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল পরিচালিত গবেষণার ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে 'জার্নাল অব হসপিটাল ইনফেকশন'। প্রতিবেদনে বলা হয়, দাড়িওয়ালাদের চেয়ে বরং দাড়ি কামানো পুরুষের মুখেই বেশি রোগ-জীবাণু পাওয়া গেছে।

এ বিষয়ে গবেষকদের মত, মেথিসিলিন-রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস বা এমআরএসএ বলে যে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, তা দাড়িওয়ালাদের চেয়ে দাড়ি কামানোদের মুখে তিনগুণ বেশি মাত্রায় পাওয়া গেছে। তাদের মত, দাড়ি কামাতে গিয়ে মুখের চামড়ায় যে হালকা ঘষা লাগে, তা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।

এছাড়া, দাড়ি সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।   লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষক ড. অ্যাডাম রবার্ট ওই গবেষণার ফল দেখে বলছেন, দাড়িতে এমন কিছু ভালো ‘মাইক্রোব’ আছে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top