বাজারে এলো স্বর্ণের ব্রা!

Rate this item
(3 votes)

অবশেষে বাজারে এসেছে স্বর্ণের তৈরি ব্রা [মহিলাদের অন্তর্বাস]। সাতশ' গ্রাম ওজনের স্বর্ণের ব্রায়ের দাম পড়বে ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি রুপির বেশি। আলোড়ন জাগানো স্বর্ণের এই ব্রা বাজারে আসছে বলে মাস চারেক আগেই জানানো হয়েছিল। এবার চীনের বাজারে মিলছে নারীদের জন্য তৈরি স্বর্ণের এই অন্তর্বাস। অবশ্য গত আগস্টেই চীনা 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষ্যে জুয়েলারির দোকানে তুলেছিল এসব ব্রা। চীনের উত্তর-পশ্চিম পিংলিয়াং শহরে 'গোল্ডেন লঁজারি শো' নামে একটি প্রদর্শনীতে বিক্রির জন্য রাখা হয়েছে স্বর্ণের তৈরি ব্রাগুলো। দেখতে স্টাইলিশ এই ব্রাগুলোর চাহিদাও চোখে পড়ার মতো। শুধু এক নজর দেখার জন্য হলেও দোকানগুলোতে ভিড় করছে উৎসুকরা। স্বর্ণের তৈরি শুধু ব্রা নয়,  স্বর্ণের ওয়েডিং গাউন, ড্রেসও মিলছে প্রদর্শনীতে। ভাবছেন এত দাম দিয়ে কে আবার কিনবে স্বর্ণের তৈরি এসব ব্রা? তবে ব্যবসায়ীদের অভিমত কিন্তু ভিন্ন। সুপার রিচ বা বিত্তশালীদের কাছে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে বলে তাদের মত।

0 awesome comments!
Scroll to Top