প্রেমিকাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো প্রেমিক! (ভিডিও)

Rate this item
(3 votes)

উঁচু একটা পাহাড়, সেখানে দাঁড়িয়ে খোশমেজাজে গল্প করছে প্রেমিক ও প্রেমিকা। প্রেমিকা দাঁড়িয়ে পাহাড়ের কিনারায়। নিচে পড়ে গেলে আর রক্ষে নেই। দুজনে কী যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে।

হঠাত্‍ প্রেমিক ঠেলে ফেলে দিল প্রেমিকাকে। প্রেমিকা চিত্‍কার করতে করতে নিচে ধপাস করে পড়ে গেল। ঠেলে ফেলার পর প্রেমিকের সে কী হাসি। নিজের প্রেমিকাকে ঠেলে ফেলার পর প্রেমিকের সে কী উচ্ছ্বাস। তবে ব্যাপরটা পুরোটা জানলে আপনিও এই ঘটনার জন্য মোটেও প্রেমিককে দায়ী করবেন না।
কিন্তু ব্যাপারটা আসলে কী! কী এমন ঘটল।

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!
Scroll to Top