প্রেতাত্মার মুখোমুখি হওয়ার পাঁচ উপায়

Rate this item
(2 votes)

আত্মায় বিশ্বাস করেন না এমন মানুষ খুঁজে পাওয়া একটু বোধহয় মুশকিলই। কেউ কেউ অবিশ্বাস করলেও জোর গলায় সেটা প্রকাশ করতে পারেন না, খুব অল্প কিছু মানুষ আছেন যারা 'আত্মা বলে কিছু নেই' এটা উচ্চস্বরে বলে থাকেন। মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি করে, তারা কেমন থাকে এটা নিয়েও প্রশ্নের শেষ নেই। এ নিয়ে নানারকম গবেষণাও হয়েছে ও হচ্ছে। আত্মা নামানোর ব্যাপার হলে কেন জানি বিশ্বাসী-অবিশ্বাসী সকলেই উত্তেজিত হয়ে পড়েন। জেনে নিন আত্মার সঙ্গে যোগাযোগ করার কয়েকটি উপায়। তবে যে পদ্ধতিতেই আত্মা নামাতে চান, কিছু সতর্কতা অবলম্বন করবেন। কখনোই একা আত্মার সঙ্গে যোগাযোগ করবেন না এবং সঠিক উপায়ে পদ্ধতিটি সম্পূর্ণ করবেন।

ওইজা বোর্ড: আত্মার সঙ্গে যোগাযোগের একটি উৎকৃষ্ট মাধ্যম এটি। এই বোর্ডটিতে ২৬টি ইংরেজি অক্ষর থাকে এবং শূন্য থেকে ৯ পর্যন্ত নম্বর থাকে। এছাড়াও বোর্ডটিতে থাকে 'ইয়েস' এবং 'নো' এই দুটি লেখা। এর সঙ্গে থাকে একটি প্লাস্টিকের হৃদয় আকৃতির জিনিস থাকে। যারা আত্মার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের ওই প্লাস্টিকের জিনিসটির উপরে হালকা করে আঙুল রাখতে হয়। আত্মাকে মন দিয়ে ডাকার পরে আত্মা আসলে তাদের প্রশ্নের উত্তর দেয় ওই প্লাস্টিকের জিনিসটি বোর্ডে ঘুরিয়ে।

প্ল্যানচেট: প্ল্যানচেট করার কথা তো সকলেই জানেন৷ এই পদ্ধতিতে আত্মা এসে অনেক রহস্যময় দুর্বোধ্য বার্তাও দিয়ে যায়।

 পেন্টাগ্রাম: এই পদ্ধতিতে প্রথমে দু’টি ন’ফুটের বৃত্ত আঁকতে হয়। একটি বৃত্ত যিনি আত্মাকে ডাকছেন তার জন্য আরেকটি যে আত্মাকে ডাকা হচ্ছে তাকে ডাকা এবং আবদ্ধ করার জন্য। এরপরে কিছু নিয়েমের সাহায্য নিয়ে আত্মাকে ডাকতে হয় এবং তার জন্য বাবহার করা হয় কিছু চিহ্ন বা সংকেত। তবে এই পদ্ধতিটিতে আত্মাকে ডাকবেন নিজস্ব ঝুঁকিতে। কারণ এতে আপনার জীবনও বিপর্যস্ত হতে পারে।

ক্রিস্টাল বল: ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মাকে দেখা এবং শোনা যায়। কিছু ক্ষেত্রে ওই ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মার কিছু সংকেতও দেখা যায়। অথবা আত্মা যা বলতে যায় তা সে সাংকেতিক ছবির মাধ্যমে প্রকাশ করে।

আয়না: আয়নার মধ্যে দিয়েও ডাকা যায় আত্মাকে। আত্মাকে ডাকার জন্য একটি ঘরে আলো নিভিয়ে কয়েকটি মোমবাতি জ্বলান। এবার সেই মোম আয়নার উপরে ফেলুন। পুরো আয়না মোমে ভরে গেলে তাতে পানির ছিটা দিন। আপনার চারপাশে এবং আয়নার চারপাশে লবণ দিয়ে বাউন্ডারি কর রাখুন। এবার একটি ছুরি দিয়ে আপনি যাকে ডাকতে চান তার আকৃতি আঁকুন। তার মধ্যে আপনার শরীরের সামান্য রক্তের ছিটা দিন। এবার আত্মাকে ডাকুন।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top