১২০ স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ধারণ, শিক্ষকের জেল

Rate this item
(7 votes)

যুক্তরাজ্যে গোপনে শতাধিক স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করায় জনাথন থমসন-গ্লোভার নামের এক সাবেক স্কুলশিক্ষককে ৩ বছর ৯ মাসের জেল দেওয়া হয়েছে।

টাউন্টন ক্রাউন আদালত গত বৃহস্পতিবার এ রায় দেয়। ব্রিস্টলের ক্লিফটন কলেজের শিক্ষক থাকা অবস্থায় ১৬ বছর ধরে ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীর গোসল ও শয়নকক্ষের গোপন ভিডিও ধারণ করেন তিনি।

রায়ে বিচারক ডেভিড টাইসহার্স্ট বলেন, আপনিই আপনার দুর্ভাগ্যের নির্মাতা। আপনার প্রতি সামান্য সহানুভূতিই জাগতে পারে। এটা নির্ণয় করা খুবই কঠিন যে, যারা আপনাকে ও আপনার পরিচর্যার প্রতি বিশ্বস্ত ছিল আপনি তাদের কত ক্ষতি করেছেন।

জানা গেছে, জনাথনের বাড়ি থেকে ৩০০টিরও বেশি ভিডিও ক্লিপ উদ্ধার করেছে পুলিশ। ওগুলোর মোট দৈর্ঘ্য ২৫০০ ঘণ্টা। জার্মান এই শিক্ষক ছুটির দিনগুলোতে আবাসিক স্কুলটির শিক্ষার্থীদের গোসলখানা ও শয়নকক্ষের দেয়ালে ক্যামেরা লাগিয়ে রাখতেন।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top