সুইস গরুর জন্য ফ্রান্সের পানি চুরি!

Rate this item
(5 votes)

গরুর পিপাসা মেটাতে সীমানা অতিক্রম করে পানি আনতে যাওয়ায় সুইস সেনাবাহিনীর ব্যাপক সমালোচনা করেছেন ফ্রান্স কর্তৃপক্ষ।প্রচন্ড গরমে সুইজারল্যান্ডের সমস্ত গরু ডিহাইড্রেশনে ভুগতে থাকায় সেনারা পানি আনতে যান ফ্রান্স।

ইতোমধ্যে বিষয়টি ফ্রান্সের অধিবাসীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। ওই সময় প্রচন্ড গরমে সুইজারল্যান্ডের সমস্ত গরু ডিহাইড্রেশনে ভুগতে থাকে। তাদের বাঁচাতে প্রচুর পানির প্রয়োজন দেখা দেয়। নিজ দেশে পানির প্রাপ্যতা না থাকায় কয়েকটি হেলিকপ্টার নিয়ে ফ্রান্সের সীমান্ত অতিক্রম করে পানি আনতে যায় সুইস সেনারা।

ফ্রান্সের জুরা পর্বতের রোজেজ লেকে পানির জন্য সুইস সেনাবাহিনীর হেলিকপ্টার নামায় তাতে বিস্ময় প্রকাশ করেছেন ফ্রান্স কর্মকর্তারা। তারা বলছেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই সুইস সেনারা তাদের অঞ্চলে প্রবেশ করেছে।

এদিকে, সুইস মিডিয়া জানায় ফ্রান্সের বিমানবাহিনীর কাছে অনুমোদন চেয়েই সীমানায় ঢুকে তারা।তবে সুইস সেনাপ্রধান বলেন, তাদের পাঠানো তথ্য ফ্রান্সের বিমানবাহিনীর কাছে না পৌঁছানোর খবর পেয়ে পানি আনার অভিযান বন্ধ করে দেওয়া হয়। এই পানি আনার অভিযানের ঘটনা ফ্রান্সের স্থানীয় মানুষ ও পর্যটকদের খুবই অবাক করেছে। ওই সময় ফ্রান্সের রোজেজ লেকের পানিতে স্থানীয় লোকজন ও পর্যটকেরা সাতার কাটছিলেন।

0 awesome comments!
Scroll to Top