সাবধান সেলফি উকুন ছড়ায়!

Rate this item
(1 Vote)

উকুনের হাত থেকে বাঁচতে বন্ধু-বান্ধবদের সঙ্গে সেলফি না তোলার উপদেশ দিয়েছে রাশিয়ার একটি সরকারি সংস্থা।

ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, উকুনের হাত থেকে বাঁচতে তরুণ-তরুণীদের উচিত সেলফি না তোলা।

রাশিয়ার একটি প্রদেশের ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সেলফি তোলার সময়টিই উকুন ছাড়ানোর একটি বড় কারণ। কয়েকজন মিলে সেরফি তুরতে গেলে তাদের কাছাকাছি আসছে হয়, এ সময় একজনের মাথা অন্যজনের মাথায় ঠেকে। ফলে উকুন ওই সময়ে এক মাথা থেকে আরেক মাথায় পার হওয়ার সুযোগ পায়।

সেখানে চিকিৎসকরাও মাথায় উকুনওয়ালা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছেন।

বিষয়টি রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাস্যরস সৃষ্টি করেছে। কেউ কেউ এর প্রতিবাদও করে বলছেন, তারা কি বলতে চান যে রাশিয়ার বেশিরভাগ তরুণ-তরুণীর মাথা উকুন দিয়ে ভরা?

0 awesome comments!

খবর টবর

Scroll to Top