৬৫ কোটিতে পিএ জাপানি পর্নস্টার!

Rate this item
(2 votes)

পার্সোনাল এ্যাসিট্যান্টের (পিএ) জন্য ৬৫ কোটি টাকা! তাও আবার পর্নস্টার! হ্যাঁ, তবে এক একরাত বা কয়েকদিনের জন্য নয়, টানা ১৫ বছরের জন্য। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনে৷ চীনের এই ব্যবসায়ীর পরিচয় জানা অবশ্য এখনও জানা যায়নি৷ তবে জাপানি ওই পর্নস্টারের নাম মিসাকি।

জানা যায়, চীনের এই ব্যবসায়ী জাপানের এক জনপ্রিয় পর্নস্টারকে ৬৫ কোটি টাকা বেতনে পার্সোনাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করছেন৷ ১৫ বছরের চুক্তি হয়েছে তাদের মধ্যে৷ এই চুক্তিতে মোটা বেতনের পাশাপাশি মিসাকি অভিনয়েরও সুযোগ পাবেন৷ বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের একত্রে দেখা গেলেও ব্যবসায়ী নিজেকে লুকিয়ে রেখেছেন মুখোশের আঁড়ালে।

0 awesome comments!
Scroll to Top