ভিডিও গেমস খেলে কোটিপতি!

Rate this item
(2 votes)

শুধুমাত্র ভিডিও গেমস খেলেই কোটিপতি। ভাবছেন এটা কি সম্ভব। হ্যাঁ, এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন ২১ বছর বসয়ী লন্ডনের ওলাজিডা 'কেএসআই' ওলাতুনজি। তার এই সাফল্যে সম্পত্রি ই-স্পোর্ট এর ৫ পর্বের একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। সেখানে উঠে এসেছে ভিডিও গেমস খেলে কোটিপতি হওয়ার তার নানা তথ্য।

কেএসআই জানান, ২১ বছরে আমার মিলিওনিয়ার হওয়ার পেছনে কাজ করেছে ভিডিও গেম, ভিডিও ব্লগিং এবং অনলাইন। টিনএজার ওলাতুনিজি ইএ স্পোর্টস লাইন এর ফিফা গেম খেলতেন ঘণ্টার পর ঘণ্টা। ২০০৯ সালে তিনি এসব খেলা বিষয়ক নানা টিপসসহ ভিডিও তুলে দিতেন ইউটিউবে। এখানে তার ইউজার নেম ছিলো 'কেএসআই ওলাজি ডেবট'।

স্কুল থেকে বেরিয়ে আসেন পুরোদমে গেম খেলার জন্যে। প্রতিমাসে তিনি ১০-২০টি ভিডিও আপলোড করতেন। তার ভিডিও-তে যেসব বিজ্ঞাপন আসতো, সেখান থেকে উপার্জন আসতে থাকে। তার ভিডিও-তে যত বেশি ক্লিক পড়তো, তার উপার্জনও তত বেশি হতো।

এ বছরের মার্চ নাগাদ তার ইউটিউব চ্যানেলে ৮.৮৯২ মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করেন। ইতিমধ্যে তার ভিডিও ১.৫ বিলিয়নবার দেখা হয়ে গেছে। ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের দ্বিতীয়তে অবস্থান করছেন তিনি।

২০১৩ সালে মাইক্রোসফট তার এক্সবক্স ওয়ান এর এনডোর্সমেন্ট চুক্তির জন্যে বেছে নেয় এই তারকাকে। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে এতো অর্থের মালিক হওয়া সত্ত্বেও তিনি খুব সাবধানে অর্থ খরচ করেন তিনি।

0 awesome comments!
Scroll to Top