হোটেলে বউ রেখে লাপাত্তা বর!
হোটেলে নববধূকে রেখে পালিয়ে গেল বর আলমগীর। ঘটনা ঘটেছে সিলেটে। বউ সাকি আক্তার সুমি জানায়, প্রেম ছিল আলমগীর আর তার। নানা সময় হোটেলে থেকেছে দুজনে। একসময় অন্তঃসত্ত্বা হওয়ার পর চাপে পড়ে বিয়েও করে। কিন্তু বিয়ের পর আলমগীর টালবাহানা শুরু করে। গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য এখন গ্রাম্য মোড়লদের মাধ্যমে টাকা দিয়ে কাবিননামা নিয়ে নিতে চাইছে।
জানা গেছে, সুমি সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুকমারা গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে। আর আলমগীর একই এলাকার সাউদগ্রামের মোহিন মিয়ার ছেলে। গত ১৯ মার্চ আলমগীর কৌশলে সুমিকে গর্ভপাত করাতে সিলেটে ডাক্তারের কাছে নিয়ে গেলে সুমি তাতে আপত্তি জানায়। একপর্যায়ে আলমগীরের সঙ্গে সুমির সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় আলমগীর পালাতে চাইলে লোকজন তাকে আটক করে পুলিশের সোপর্দের প্রস্তুতি নেয়। পরে ওইদিনই এফিডেভিটের পর কাজীর মাধ্যমে ৫ লাখ ৫০ হাজার টাকা মোহরানা দিয়ে সুমিকে বিয়ে করে আলমগীর। নগরীর বন্দরবাজার এলাকার হোটেল তায়েফে তারা রাতে থাকেন। পরদিন সকালে আলমগীর স্ত্রী সুমিকে কিছু না বলে চলে গেলে সুমি তার মা রিনা বেগমকে ফোনে জানান।
এদিকে, বিয়েকে কেন্দ্র করে কানাইঘাটে ব্যাপক আলোচনার ঝড় বইছে। সাকি আক্তার সুমি জানিয়েছে, 'বিয়ের রাতে আলমগীর আমার সঙ্গে হোটেলে রাত কাটিয়েছে। এরপর সকালে উঠে সে পালিয়ে যায়। এরপর থেকে সে এলাকায় আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।' তিনি বলেন, 'আমি আমার স্বামীর ঘরে যেতে চাই।'