সুন্দরীর খেতাব জিততে না পারায় আক্রমণ!

Rate this item
(1 Vote)

ব্রাজিলের উত্তরাঞ্চলের মানুয়াসে অনুষ্ঠিত হয় মিস আমাজান খেতাব জিতেছেন ক্যারোলিনা টোলেডো (২০)। কিন্তু বিজয়ের মঞ্চে হঠাৎ বিষাদের স্বাদ পেল আয়োজকরা। কারণ ওই অনুষ্ঠনে প্রথম রানার আপ শেইস্লান হায়াল্লা (২৩) আক্রমণ করে বসেন টোলেডোকে।

হায়াল্লার দাবি, বিজয়ী নির্বাচনে দুর্নীতি হয়েছে। টোলেডো তার মুকুট জেতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কখনই এই মুকুট জেতার যোগ্য নয়।

জানা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ওই আসরে বিজয়ীর নাম ঘোষণার পর প্রথমে টোলেডোকে জড়িয়ে ধরেছিলেন হায়াল্লা। কিন্তু এর কিছুক্ষণ পরই বিপরীত প্রতিক্রিয়া দেখান হায়াল্লা। একজন নারী টোলেডোর চুলে মুকুটটি ঠিক করে দিচ্ছিলেন। এ সময় হায়াল্লা তার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর টোলোডোকে অপমান করে ঝড়ের বেগে মঞ্চ ত্যাগ করেন হায়াল্লা। আয়োজকরা অবশ্য খুব দ্রুতই টোলেডের মাথায় আবার মুকুট পরিয়ে দেন।

এরকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়া নিয়ে কোনো মন্তব্য করেননি টোলেডো। মুকুট জেতা সম্পর্কে শুধু বলেছেন, 'এই অনুভূতি অবিশ্বাস্য'।

হায়াল্লার এই কর্মকান্ডের জন্য সংগঠন কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে আলোচনা চলছে। তবে, হায়াল্লা তার প্রথম রানা আপের খেতাব ধরে রাখতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, মিস আমাজন খেতাব জেতায় টোলেডো তার রাজ্য থেকে মিস ব্রাজিল সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে। কিন্তু সে সুযোগ পাবেনা হায়াল্লা।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top